নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৯ম কারা মুক্তি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ সেপ্টেম্বর সকালে শহরের বানিজ্যিক এলাকা ডিআইটি রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে নগর বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, কোন ষড়যন্ত্রই জিয়া পরিবারের অগ্রযাত্রাকে স্তব্দ করতে পারবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকবচ। বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের পাশে থেকেছেন। অতীতের ন্যায় আবারও বেগম জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পূনরুদ্ধার করবো, সেই সাথে দেশের জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ।
নগর বিএনপির সিনিয়র সহÑসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, দেশে গণতন্ত্রের সংকটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিরোচিত ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। স্বৈরশাসকের কবল থেকে গণতন্ত্র রক্ষা, আওয়ামী সরকারের হাত থেকে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, মইনউদ্দিন-ফখরুদ্দিনের বিরাজনীতিকরণ এবং বিএনপিকে নেতৃত্বশূন্য করার দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় আপোসহীন নেতৃত্ব দিয়ে বেগম জিয়া দেশ ও জাতির দুর্যোগে ত্রাণকর্তার ভূমিকা পালন করেছেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, মোঃ নুরুজ্জামান, মহানগর ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।