অঙ্গার ছবির নায়ক ও নায়িকা নারায়ণগঞ্জ মেট্রো সিনেমা হল পরির্দশনে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মেট্রো সিনেমা হল পরির্দশনে এসেছেন অঙ্গার ছবির নায়ক ও নায়িকা। ১৫ জানুয়ারী শুক্রবার র্দশকদের উৎসাহ দিতে মেট্রো সিনেমা হলে পরির্দশনে আসেন। মুহুর্তে্ই পাল্টে যায় সিনেমা হলের আশপাশের চিত্র ভীড় জমায় উৎসুক জনতার ঢল। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনার  অঙ্গার  ছবিটি মুক্তি পেয়েছে ১৬ জানুয়ারী শনিবার। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে অভিনয় করেছেন জলি ও ওম। এ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে নায়িকা জলির। অন্যদিকে ছবির নায়ক কলকাতার ওম অভিনীত বাংলাদেশের এটি দ্বিতীয় ছবি। সারা দেশে মোট ৮৭টি সিনেমা হলে ‘অঙ্গার’ মুক্তি পেয়েছে। ২০১৫ সালের ২রা সেপ্টেম্বর জাঁকজমক মহরতের পর শুরু অঙ্গারের শুটিং। টানা এক মাস কাজ করে ছবিটির শুটিং শেষ হয়। বান্দরবান, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়। এ ছাড়া ছবিটির কয়েকটি গানের শুটিং হয় ভারতে। একটি গ্রামীণ গল্পে ছবিটি নির্মাণ হয়েছে। অঙ্গার এ আরও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজততাভ দত্ত, খরাজ মুখার্জি ও অমিত হাসান।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত