১২ শিক্ষার্থীকে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার উপহার দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গত মার্চ মাসে ডিজিটাল মেলা ও জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেওয়া দুটি গ্রুপের মোট ১২জনকে ল্যাপটপ ও কম্পিউটার উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। ওই সময় সেলিম ওসমান ডিজিটাল মেলায় বির্তক প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী ৬জনের প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আফরোজা আক্তার চৌধুরির দাবি পরিপ্রেক্ষিতে জেলা প্রশসাক বির্তক প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী ৬জনের প্রত্যেককে ১টি করে ডেস্কটপ কম্পিউটার পুরস্কার হিসেবে প্রদান করেন।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে নির্মিত ‘ঐতিহ্য নারায়ণগঞ্জ’ এর মঞ্চে বিদায়ী জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বির্তক প্রতিযোগীতার চূড়ান্ত পর্যায়ে অংশ গ্রহণকারী স্কুল গুলো হলো, নারায়ণগঞ্জ মর্গ্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, নারায়ণগঞ্জ প্রিপ্রাইটি স্কুল ও রূপগঞ্জের হাজী নুরুউদ্দিন উচ্চ বিদ্যালয়। ৪টি স্কুলের মোট ১২ জন শিক্ষার্থীর মাঝে ৬টি ল্যাপটপ ও ৬টি ডেস্কটপ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, সদর উপজেলার নির্বার্হী কর্মকর্তা(ইউএনও) আফরোজ আক্তার চৌধুরী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত