নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে সিটি কর্পোরেশনের রাস্তার কাজের রাতের আধারে নির্মাণ সামগ্রী চুরির ঘটনার সংবাদের ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। এদিকে এ ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত বাড়ির মালিক এজাজ। সে জানায়,আমাকে জড়িয়ে চুরির বিষয়টি সঠিক নয় বরং নাইট গার্ড লুৎফর তার নিজের ইচ্ছায় রড রেখেছিল আমি স্থানীয় পঞ্চায়েতের কর্মকর্তাদের মাধ্যমে তা বুঝিয়ে দেই। সূত্র মতে,বিগত প্রায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার ১ নম্বর গলিতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে ওই কাজের নাইট গার্ড লুৎফর রাতের আধারে প্রায় ২ টন রড ও ১শ’ ফুট পাথর সরিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে পরে লুৎফরের দেয়া তথ্যানুযায়ী পাশর্^বর্তী এজাজদের বাড়ির ছাদের উপর থেকে রড ও অন্য একটি স্থঅন হতে পাথরসমূহ উদ্ধার করা হয়।