নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় ওষুধ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন রাজধানীর গুলশানে হামলার ঘটনার মূলহোতা ও জেএমবির অন্যতম নেতা তামিম চৌধুরী।আজ শনিবার সকালে পুলিশের অভিযানে নিহত হয়েছেন তামিম চৌধুরীসহ তিনজন। একথা জানিয়েছেন ওই বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান। তিনি জানান, দুইমাস আগে বাসাটি ভাড়া দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি ছানোয়ার হোসেন।
এডিসি ছানোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে বড় ধরনের জঙ্গি আস্তানা রয়েছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে সেখানে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।অভিযান শুরুর আগে সকাল সাড়ে ৬টার দিকে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য সময় দেওয়া হয়। কিন্তু তারা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে ও গুলি করলে পুলিশ অভিযান শুরু করে।
তিনি আরও জানান, অভিযান শেষে বাড়ির ভবনে ঢুকে দেখা যায় তৃতীয় তলার একটি কক্ষে দু’জনের রক্তাক্ত মরদেহ একটি ছুরি পড়ে ছিল। সেখানে বিস্ফোরিত গ্রেনেড পাওয়া যায়। পাশের একটি বিলাসবহুল কক্ষে পাওয়া যায় তামিমের লাশ। এছাড়া তিন তলা ওই ভবনের পাশের একটি টিনের বাড়ির চালে দুটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া যায়।
তিনি জানান, অভিযানে নিহত অপর দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজন সাবেক সরকারি কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই তাদের পরিচয় প্রকাশ করা হবে।