যেহেতু গণতন্ত্র নাই সেহেতু গণতন্ত্রকে রক্ষা করাই আমাদের প্রধান কাজ-তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ জেলার বিএনপি নেতাকর্মীরা কারাগার থেকে সদ্য কারামুক্ত মুক্ত হয়ে জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় আইন সম্পাদক এ্যাডঃ তৈমূর আলম খন্দকার এর সাথে মজলুম মিলনায়তনে স্বাক্ষাৎ করে। জেল থেকে মুক্ত করার বিষয়ে আইনী লড়াইসহ সকল ব্যবস্থা গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সদ্য কারামুক্ত নেতাকর্মীদের মধ্যে হাসান আহাম্মদ, দীপু চৌধুরী, মাসুদ রানা, রশিদুর রহমান রসু, মেহেদী হাসান রাজু ছাড়াও সাক্ষাৎকারের সময় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কারামুক্ত নেতৃবৃন্দের সাথে আলাপকালে এ্যাডঃ তৈমূর আলম খন্দকার বলেন যে, দেশে যেহেতু গণতন্ত্র নাই সেহেতু গণতন্ত্রকে রক্ষা করাই আমাদের প্রধান কাজ। এ জন্য দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ্যাডঃ তৈমূর আলম খন্দকার আরো বলেন যে, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত দেশের সার্বভৌমিকতা, গণতন্ত্র ও জনগণের জানমালের কোন নিরাপত্তা নাই। আইনশৃঙ্খলা বাহিনী শুধু জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় নাই তারা বরং বর্তমানে ফৌজদারী অপরাধে নিয়োজিত, যারা প্রমাণ প্রতিনিয়ত পত্র পত্রিকায় প্রকাশ পাচ্ছে। সরকার মামলা মোকদ্দমা দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। এমতবস্থায়, দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমাদের জেল খানায় আবদ্ধ রাখার সরকারের নীল নককশার বাস্তবায়ন চলতেই থাকবে। এ্যাডঃ তৈমূর আলম খন্দকার দৃঢ়তার সাথে বলেন যে, দেশ ও জাতির স্বার্থে খালেদা জিয়াকে আবারো দেশের প্রধানমন্ত্রী হওয়া দরকার।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত