মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস, জানুয়ারী-২০১৬ উপলক্ষে মাদক বিরোধী গনসাক্ষর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস, জানুয়ারী-২০১৬ উপলক্ষে মাদক বিরোধী গনসাক্ষরতা কর্মসূচী পালন করা হয়। ১৩ জানুয়ারী বুধবার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন নারায়ণগঞ্জ কার্যলয়ের আয়োজনে সকাল ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গনে গনসাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মো: আনিসুর রহমান মিঞা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিয়া বলেন, নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় মাদকে সয়লাভ হয়ে আছে। যার কারণে যুব সমাজ ধ্বংসের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই প্রশাসনিক তৎপরতার পাশাপাশি মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে এ আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতিটি বাবা-মাকে সন্তানের প্রতি নজরদারি বাড়াতে হবে। কারণ, একটি পরিবারকে ধ্বংস করতে একজন মাদকসেবীই যথেষ্ট। সেইসাথে এলাকার জনসাধারণকে রক্ষা ও মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে প্রশাসনকে সহযোগীতা করতে হবে।

DC Shakhor-2আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসন গাউসুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: নাফিজ আশরাফ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন সহ-পরিচালক বিপ্লব কোমার মোদক, পরিদর্শক তমিজ উদ্দিন, সরকারী মহীলা কলেজের উপাধক্ষ শিরিন আক্তার, মানব কল্যান পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ভূইয়া ও প্রমূখ। এসময় সাক্ষর করেন জেলা প্রশাসন মো: আনিসুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসন গাউসুল আজম, সরকারী মহীলা কলেজের উপাধক্ষ শিরিন আক্তার, শিক্ষার্থীরাসহ ও অন্যান্যরা। পরে গনসাক্ষরের মধ্য দিয়ে মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস উদযাবিত করে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত