নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস, জানুয়ারী-২০১৬ উপলক্ষে মাদক বিরোধী গনসাক্ষরতা কর্মসূচী পালন করা হয়। ১৩ জানুয়ারী বুধবার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন নারায়ণগঞ্জ কার্যলয়ের আয়োজনে সকাল ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গনে গনসাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মো: আনিসুর রহমান মিঞা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিয়া বলেন, নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় মাদকে সয়লাভ হয়ে আছে। যার কারণে যুব সমাজ ধ্বংসের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই প্রশাসনিক তৎপরতার পাশাপাশি মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে এ আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতিটি বাবা-মাকে সন্তানের প্রতি নজরদারি বাড়াতে হবে। কারণ, একটি পরিবারকে ধ্বংস করতে একজন মাদকসেবীই যথেষ্ট। সেইসাথে এলাকার জনসাধারণকে রক্ষা ও মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে প্রশাসনকে সহযোগীতা করতে হবে।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসন গাউসুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: নাফিজ আশরাফ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন সহ-পরিচালক বিপ্লব কোমার মোদক, পরিদর্শক তমিজ উদ্দিন, সরকারী মহীলা কলেজের উপাধক্ষ শিরিন আক্তার, মানব কল্যান পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ভূইয়া ও প্রমূখ। এসময় সাক্ষর করেন জেলা প্রশাসন মো: আনিসুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসন গাউসুল আজম, সরকারী মহীলা কলেজের উপাধক্ষ শিরিন আক্তার, শিক্ষার্থীরাসহ ও অন্যান্যরা। পরে গনসাক্ষরের মধ্য দিয়ে মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস উদযাবিত করে।