বঙ্গবন্ধুর নাম নেয়ার কেউ রইলোনা- খোকন সাহা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, পুরো জাতি আজ শোকাহত। ঘাতকরা সেই মহান নেতাকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মম ভাবে হত্যা করে ভেবেছিল বঙ্গবন্ধুর নাম ও নিশানা চিরতরে মুছে ফেলেছে। এখন আর বঙ্গবন্ধুর নাম নেয়ার কেউ রইলোনা।কিন্তু না, বঙ্গবন্ধু শহীদ হয়েছেন ৪১ বছর, বাঙ্গালী জাতি আজও তাকে ভুলতে পারেনি। বৃহস্পতিবার  ১৮ আগষ্ট দুপুর ২টায় মেট্রো হল সংলগ্ন খাঁনপুর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যেগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি ইরফান উদ্দিন ইপু এবং পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জুলহাস প্রধান। সার্বিক তত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম।

তিনি আরো বলেন, বাঙ্গালী জাতি শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। পাকিস্তানের প্রেতাত্মা খন্দকার মোস্তাক ছিলেন ভুট্টোর সহযোগী। সে ৬ নভেম্বর পরিকল্পনা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আনতে ৭ নভেম্বর বিপ্লব ঘটিয়েছিল। জিয়া ছিলেন বঙ্গবন্ধু হত্যা কান্ডের পৃষ্টপোষক। তার মরনোত্তর বিচার করা উচিত।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানটির বিশেষ অতিথি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন। দোয়া  শেষে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের মহানগরের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগর সভাপতি মোঃ শাহজামাল, সাবেক কাউন্সিলর সফিউদ্দিন প্রধান, ১২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আসলাম হোসেন প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত