নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা পুলিশ নাশকতা ও দাতব্য অপরাধের সন্দেহে একই পরিবারের পিতা ও পুত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে। ১৭ আগস্ট বুধবার রাতে বন্দর থানার তিনগাও এলাকাস্থ ফারুক মিয়ার ভাড়াটিয়া বাড়ী থেকে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার তিনগাও এলাকার ফারুক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত দুদু মিয়ার ছেলে এন্তাজ আলী (৪৮) ও তার ২ ছেলে শাহা আলী (২২) ও আব্দুল আলী (১৮)। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ীর ইনর্চাজ এসআই মাজহারুল ইসলাম জানিয়েছে, গ্রেফতারকৃতরা গত ১ সপ্তাহ পূর্বে বন্দর ইউনিয়নের তিনগাও এলাকার ফারুক মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসচ্ছে। তাদের আচার আচরনে এলাকাবাসীর সন্দেহ হলে তারা বন্দর থানা পুলিশকে সংবাদ দেয়। এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পিতা ও পুত্রসহ ৩ জনকে আটক করে বন্দর থানায় সোর্পদ করে। এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত ৩ জনকে পুলিশ আইনের ৫৪ ধারায় ১৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।