যানজট মুক্ত নগর গড়তে দ্বিতীয় দিনের কর্মশালায় এম.পি শামিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ শহরকে যানজটমুক্ত নগরী গড়তে দ্বিতীয় দিনের কর্মশালায় শহরের বিভিন্ন সড়কগুলোতে অবস্থান নিয়েছেন নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামিম ওসমান ও দলীয় নেতাকর্মীসহ বি.এন.সি.সি সদস্যবৃন্দ। বুধবার ১৩ জানুয়ারী সকাল থেকেই পুর্বের ন্যায় নগরীর চাষাঢ়া, কালীর বাজার, ২নং রেল গেইট, ১নং রেল গেইট সড়কে আওয়ামীলীগ নেতাকর্মীরা ও বি.এন.সি.সি সদস্যদের সাথে নিয়ে যানজট নিরসনে দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নেয়। পরে দুপুর ২:৩০ মিনিটে নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামিম ওসমান এসে চাষাঢ়া জিয়া হলের সামনে দাড়িয়ে কিছু সময় দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং যানজট নিরসনে দ্রুত কাজ করেন। এসময় উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীসহ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বি.এন.সি.সি সদস্যরা। তিনি বক্তব্যে বলেন, অশৃঙ্খলাবদ্ধভাবে রিকশা থামিয়ে রাখা যাবে না, কোন গাড়িটি কিভাবে রাখতে হবে তার দিক নির্দেশনা দেন। আরো বলেন, শহরে যানজটের প্রথান চারটি সড়ক চাষাঢ়া, কালীর বাজার, ২নং রেল গেইট, ১নং রেল গেইটে অবস্থান নিয়ে আমরা যানবাহন নিয়ন্ত্রন করবো। এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রশাসন ও সিটি করপোরেশনে আলোচনা করে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তাদের সহযোগিতা করবো।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত