ওসমানী পৌর স্টেডিয়ামে তৃণমূল এ্যাথলেটিক প্রতিভা বাছাই সম্পন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তত্তাবধানে, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ্যাথলেটস্ বাছাই ও প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১৬ই আগস্ট ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে তৃণমূল এ্যাথলেটিক প্রতিভার এই বাছাই র্পব সম্পন্ন করা হয়। সকালে বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম চেঙ্গিস বাছাই ও প্রশিক্ষন এর শুভ উদ্বোধন করেন। জেলার ৫টি উপজেলার প্রায় ৫শতাধিক এ্যাথলেট বাছাইয়ে অংশ নেয়। বাছাইয়ে অংশ নেওয়া বিভিন্ন ইভেন্ট থেকে ২জন করে ২০জনকে ঢাকায় বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম ইসমাইল বাবুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাথলেটিক ফেডারেশনের সদস্য মোঃ ইকবাল হোসেন ও মহিউদ্দিন আহমেদ মুশতাক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও জাকির হোসেন শাহিন, সদস্য জাহাঙ্গীর আলম, মাকসুদ উল আলম, মোঃ আসলাম, মাহমুদা শরীফ, মাহবুবুল হক উজ্জল, সিরাজ উদ্দিন আহমেদ, আনিসুর রহমান জামান সহ বিভিন্ন উপজেলার সম্পাদক, স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

add-content

9 thoughts on “ওসমানী পৌর স্টেডিয়ামে তৃণমূল এ্যাথলেটিক প্রতিভা বাছাই সম্পন্ন

  1. Bilgi yarışması Test. 1) Doktorunuz size 3 hap verir
    ve yarım saat saat arayla almayı tavsiye ederse, ilaçların neden bitirmeniz
    ne kadar sürer? a) 2 b) 3 c) 1 d) 4 2) Bazı ay
    bazıları 31 gün çeker; kaç ayda 28 gün vardır?
    a) 1 b) 12 c) 0 d) 2 3) İçinde bir gaz lambası, bir soba, kibrit ve
    bir de mum bulunan.

  2. Hi! I just wanted to ask if you ever have any trouble with hackers?
    My last blog (wordpress) was hacked and I
    ended up losing several weeks of hard work due to no data
    backup. Do you have any methods to protect against hackers?

  3. Greetings I am so thrilled I found your web site, I
    really found you by error, while I was looking on Aol for something else, Regardless I am here now and would just like
    to say thank you for a tremendous post and a all round interesting blog
    (I also love the theme/design), I don’t have time to look over it all
    at the moment but I have saved it and also added your
    RSS feeds, so when I have time I will be back to read more, Please do keep up the great job.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত