নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নারী নেত্রী হাসিনা পারভীনের বিরুদ্ধে সম্পত্তি জবর-দখলের অভিযোগ তুলেছে হামিদা বেগম নামে জনৈক ভূমি মালিক। সম্প্রতি থানার বন্দর শাহী মসজিদ এলাকায় এ ঘটনার বর্হি:প্রকাশ ঘটে। এ ঘটনাকে ঘিরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় রকমের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। কল্যান্দী নিবাসী ফারুক মিয়ার স্ত্রী হামিদা বেগম অভিযোগে উল্লেখ করেন, বন্দর সোনাপুর মৌজাস্থিত ৪৬ শতাংশ পৈত্রিক সম্পত্তি বন্দর রাজবাড়ী এলাকার গিয়াসউদ্দিন মিয়ার কন্যা নারী নেত্রী হাসিনা পারভিন ও শিউলী পারভিনসহ অন্যান্যরা মিলে বেদখলের পাঁয়তারা চালিয়ে আসছে।
এ নিয়ে উভয়পক্ষই আদালতে দেওয়ানী মামলা দায়ের করলেও হাসিনা পারভীন গং ঐ সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে চাইলে উভয়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিষয়টি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের গোচরে এলে সাংসদ সেলিম ওসমান উভয়পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের রায় মেনে নেয়ার আহবান জানান। বন্দর উপজেলা ভূমি অফিস এর সার্ভেয়ার মহসিন মিয়া ১৩ আগস্ট শনিবার দুপুরে ঐ সম্পত্তি মাপ-ঝোকের জন্য ঘটনাস্থলে হাজির হলে হামিদা বেগম ও তার অন্যান্যরা ওয়ারিশরা উপস্থিত থাকলেও হাসিনা পারভিন কিংবা তার পক্ষের কাউকে দেখা যায়নি।