১৯৭৫ আর ২০১৬ প্রেক্ষাপট এক না: পলাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শ্রমিক নেতা কাউসার আহাম্মেদ পলাশ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে উৎখাতের জন্য একটি মহল চক্রান্ত করে আসছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই ১৯৭৫ আর ২০১৬ প্রেক্ষাপট এক না । ৭৫ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করে এদেশের উন্নয়নের গতিকে থামিয়ে দিয়ে ছিলো কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিনত হচ্ছে তখনই ৭৫ এর ঘাতকরা আবারো সক্রিয় হয়ে দেশে জঙ্গিবাদের মাধ্যমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

রবিরার ১৪ অগাস্ট বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে  শোক র‌্যালীর পূর্বে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভায় বক্তব্যকালে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মেহনতি শ্রমজীবী মানুষ কোন ষড়যন্ত্রকে ভয় করে না । আমরা সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি । জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশে পরিনত হচ্ছে। আমরা শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে প্রমান করবো জামায়াত  বিএনপি জননেত্রীর বিরুদ্ধে  যে চক্রান্ত করছে তা কখনোই সফল হতে দিবনা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সহ সভাপতি মো: সাহবুদ্দিন, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন দক্ষিণ বঙ্গের লাইন সেক্রেটারী আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস জেলা সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ রাজু, নারায়ণগঞ্জ জেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সাধারন সম্পাদক নাসির কন্ট্রাকটর, ব্যাটারী চালিত অটোরিক্সা (ইজিবাইক) মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আজিজুল হক, আ: জব্বার প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল শোক র‌্যালী নিয়ে শহর প্রদক্ষিন করার পর নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত