যুবক বয়স হল নিজেকে প্রতিষ্ঠিত করা এবং দেশের জন্য কিছু দেওয়া- জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জে ব্যাপক আয়োজন মাধ্যমে উদযাপন হল আন্তর্জাতিক যুবদিবস ২০১৬ । অনুষ্ঠানটি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) গাউছুল আজমের সভাপতিত্বে আন্তর্জাতিক যুব দিবস ২০১৬ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আর্ন্তজাতিক যুব দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ। আলোচনা সভার পুর্বে একটি ‌র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক যুবকদের উদ্দেশ্যে বলেন, যুবক বয়স হল অন্যের উপকার করা, নিজেকে প্রতিষ্ঠিত করা এবং পরিবার ও দেশের জন্য কিছু দেওয়া। এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদের চলতে হবে। শুধু প্রশাসনের উপর নির্ভর হলে দেশ থেকে জঙ্গিবাদ দমন করা যাবে না। নিজেদের মধ্যে সচেতনাবোধ জাগ্রত করতে হবে। নিজেকে কিছু আর দেশকে কিছু দিতে পারা। যুবসমাজকে আত্মকর্মী সাবলম্বী এবং ধৈর্য্যশীল হবার জন্য আহবান জানান। বর্তমানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ যুবকদের ধারাই পরিচালিত হচ্ছে। এটা কোন জাতীয় সমস্যা না, এটা আর্ন্তজাতিক সমস্যা। শোলাকিয়াতে মুসলমানরা ঈদের নামাজ পরতে গিয়েছে সেখানে আরেক দল মানুষ হত্যা করতে গিয়েছে। যারা মানুষ হত্যা করে তারাও নামধারী মুসলিম কিন্তু কোন ধর্মেই মানুষ হত্যাকে প্রশ্রয় দেয় না।

জেলা প্রশাসক বলেন, এ বছর নারায়ণগঞ্জে যুবক ও জনপ্রতিনিধিদের নিয়ে ৫ লাখ বৃক্ষ রোপনের পরিকল্পনা করেছি। আমাদের (জেলা প্রশাসক) কার্যালয়ের ছাদে একটি বড় বাগান করা হবে। যেই বাসায় গাছের বাগান আছে, সেই বাসার হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর প্রতি অনুরোধ জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরশনের মেয়র তার সিটি এলাকায় যে বাসস্থানে গাছের বাগান রয়েছে সেই বাসস্থানে হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেবার নির্দেশ দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমিও নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেনের মেয়রকে অনুরোধ করবো তিনি যেন তার সিটি কর্পোরেশন এলাকায় যেই বাসস্থানে গাছের বাগান থাকবে সেই বাসস্থানে হোল্ডিং ট্যাক্স যেন কমিয়ে দেন। তাহলে এইবার আমরা নারায়ণগঞ্জে ৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যে অতি সহজেই পৌঁছাতে পারবো। ১২ আগস্ট শুক্রবার বিকালে চাষাড়া জিয়া হল প্রাঙ্গনে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আর্ন্তজাতিক যুব দিবসের ২০১৬ উপলক্ষে  এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি গাউছুল আজম যুব সমাজের উদ্দ্যেশ্যে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হামলায় নিহতদের লাশ এখনো পড়ে আছে। লজ্জা, অপমান আর ঘৃনায় কেউ এ লাশ নিতে আসছে না। কিছু বিশৃংঙ্খল যুবকদের জন্য আজ তাদের মা-বাবা সমাজের হাসির পাত্র হয়ে আছে। সমাজের মানুষ হয়তো একটু ভয়-ভীতির মাঝে অবস্থান করছে। তবে তাদের এই কর্মকান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারেন আপনারা।

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আনিছুর রহমান মিঞা জেলা প্রশাসকের দায়িত্ব পালন কালে প্রধানমন্ত্রীর থেকে ৩টি পদক পেয়েছেন। যার মাঝে উল্লেখ যোগ্য হলো জনপ্রশাসন পদক। তার দায়িত্ব ও ধৈর্য্যই তাকে এ পদক পেতে সহযোগীতা করেছেন। তাই আপনারও (যুব সমাজ) দেশ, জাতির ও নিজের জন্য দায়িত্ব ও ধৈর্য্যই নিয়ে স্থায়ি ভাবে কাজ করুন।

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউসুল আজমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, যুব উন্নয়ণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আব্দুল ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রেস এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, সাধারন সম্পাদক কামরুজ্জামান বুলেটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত