নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী ও চৌরাপাড়া এলাকায় ১২ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় সোনারগাঁও ইয়ুথ ক্লাব আয়োজিত মাদক বিরোধী ও জঙ্গী দমন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সামছুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ্ব ইউসুফ দেওয়ান, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান রশিদ মোল্লা, থানা কমিউনিটি পুলিশের সহ সভাপতি সাইদুর রহমান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। দেশ আরো সুন্দর ভাবে এগিয়ে যেত যদি দেশের সর্বস্তর থেকে আমরা মাদক ও জঙ্গী মুক্ত করতে পারতাম। ৭১- এ যেমনি করে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ধ্বংশ করে নিজেদের স্বার্থের রাজত্ব কায়েম করতে চেয়েছিল তেমনি করে সম্প্রতি যা ঘটছে তাদেরই চক্রান্ত। কিন্তু আমরা বাঙ্গালী জাতি, লড়াকু জাতি ভয় পাইনা। ২১ আগস্টেও গ্রেনেড হামলার মাধ্যমে আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সর্বোপরি দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি চক্রান্তও চলছে।
তিনি আরও বলেন, সোনারগাঁওকে আমরা একটি সুন্দর মাদক মুক্ত সমাজ গড়ে তুলব আর এর জন্য আপনাদের সকলের সহযোগীতার প্রয়োজন। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সন্তানদের খোঁজ খবর নেই। তারা আজ হয়তো মাদক সেবনে লিপ্ত নেই কিন্তু ভবিষতে সেবন করবেনা তার নিশ্চয়তা কি আছে? আমি যেহেতু জনপ্রতিনিধি আমি আমার দায়িত্ব থেকে পিছ পা হবোনা। সোনারগাঁয়ে মাদকের ব্যাপারে আমি কোন ছাড় দিবোনা। তাই সকলেই সহযোগীতা করুন, আমি ও আমরা যদি সবাই এক সাথে কাজ করি তবেই এই সোনারগাঁকে মাদক মুক্ত করা সম্ভব।
মাদক বিরোধী সভায় বিশেষ অতিথি সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদির বলেন, নোয়াগাঁও ইউনিয়নে মাদক বিরোধী ও জঙ্গী দমন সভা করায় ইয়ুথ ক্লাবকে আমি স্বাগত জানাই। আজ থেকে নোয়াগাঁও ইউনিয়ন দিয়েই শুরু হল আমদের মাদক বিরোধী কার্যক্রম। যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে বলছি, আজকের পর থেকে আর কোন ছাড় দেয়া হবেনা। তিনি জনগণকে উদ্দ্যেশ্য করে বলেন, আজ থেকে আপনারাই আমার পুলিশ সদস্য। মাদক ব্যবসায়ী যেই হোক, তাদেরকে ধরিয়ে দিতে আমাদেরকে সহায়তা করবেন।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, ইয়ুথ ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান (বাবু), মোঃ হিমেল মাহমুদ, সাকিব হাসান নবি, আরমান হোসেন পনির, কায়সার উদ্দিন, মোহাম্মদ আশরাফ মোল্লা ও নোয়াগাঁও ইউনিয়নের গান্যমান্য ব্যাক্তিবর্গ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ।