নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের নবীগঞ্জে ডক শ্রমিক ফয়সাল হত্যা মামলার আসামীদের গ্রেফতারে রহস্য জনক কারণে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না। এ জন্য হত্যাকারীর আত্মীয়রা মামলার বাদী নিহতের পিতা রশিদ মিয়াকে নানা ভাবে হয়রানি ও হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের পিতা রশিদ জানান, হত্যাকারীর পিতা আবু সাঈদসহ তার আত্মীয়রা তাকে নানা ভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। বিভিন্ন লোক মাধ্যমে বলে বেড়াচ্ছে টাকা হলে পুলিশ কেনা যায়। তাই এ মামলায় তাদের কিছুই হবে না। গত ২দিন পূর্বে সিদ্ধিরগঞ্জ থেকে বন্দরের নবীগঞ্জ এলাকার আলতাফ মাস্টারের ছেলে ডক শ্রমিক ফয়সাল হত্যা মামলার এজাহারভূক্ত আসামী পার্সপোর্ট জালিয়াতি চক্রের হোতা বাবুকে র্যাব গ্রেফতার করে। র্যাব তার কাছ থেকে ১৯৬ টি ভূয়া নিবন্ধন, ৩৩টি নকল পার্সপোর্ট, বিভিন্ন সরকারী সীল, ডাক্তারদের সীল, বিভিন্ন চেয়ারম্যানদের সীল ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হলে পুলিশ তাকে ২ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। বন্দর পুলিশ তাকে আবার ডক শ্রমিক হত্যা মামলায় রিমান্ডে আনবে বলে জানা গেছে। ২ সপ্তাহ আগে ডক শ্রমিক ফয়সালকে ১০ জন ঘাতক নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে।