মালয়েশিয়ায় ফেরারী বাংলাদেশের ট্যুরিষ্ট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( গৌতম রায় ) : দালালকে ২/৩ লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় এসে পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ভূয়া ট্যুরিষ্ট। এদের গ্রেফতারে প্রতিদিন দেশটিতে সাঁড়াশী অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন। সারাদেশে কয়েক লাখ বাংলাদেশীর মাঝে আতংক বিরাজ করছে। পুলিশী আতংকে অনেকে নির্জন পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। অপরদিকে দুই দেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে দালালরা আরো শত শত বাংলাদেশীকে মালয়েশিয়ায় পাচারের অপেক্ষায় রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ঢাকা ফকিরাপুলের একটি সংঘবদ্ধ দালালচক্র বেশী বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিদেশে এভাবে দীর্ঘদিন আদম পাচারে জড়িত থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রহস্যজনক কারনে নীরব রয়েছে। এছাড়া পোর্ট এন্ট্রি ভিসার সুযোগে দালালরা আদম পাচারের নতুন রুট হিসাবে ব্যবহার করছে ইন্দোনেশীয়াকেও। মালয়েশিয়ার প্রতিবেশী এদেশ থেকে রাতের আঁধারে বাংলাদেশীদের বিভিন্ন নৌযানে সম্পূর্ন ভিসা ছাড়াই মালয়েশিয়া পৌছে দিচ্ছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় যে কোন অবৈধ বিদেশী অনুপ্রবেশকারীর জন্য জেল জরিমানাসহ সর্বোচ্চ তিনটি বেত্রাঘাতের বিধান রয়েছে। যা ইতিমধ্যেই গ্রেফতারকৃত বহু বাংলাদেশীর ভাগ্যে জুটেছে বলে জানা গেছে। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনও এ ব্যাপারে উদাসীন বলে অভিযোগ প্রবাসীদের। কাজের উদ্দেশ্যে আসা এসব ভূয়া ট্যুরিষ্টদের অনেকেই পুলিশে আটক হয়ে দীর্ঘদিন মালয়েশিয়ায় কারাভোগ করছেন। এসব ভূয়া ট্যুরিষ্টদের জন্য মালয়েশিয়ায় কর্মরত বহু বাংলাদেশীকেও সমস্যায় পড়তে হচ্ছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত