সোনারগাঁওয়ে ডিস ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁও (প্রতিনিধি) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকায় গত রোববার রাত সাড়ে ৮টার দিকে শাহ জালাল (৪৫) নামে স্যাটেলাইট টিভি চ্যানেলের (ডিস) ব্যবসায়ীর সাথে বাবুল মিয়া(৪২) নামে নতুন ডিস ব্যবসায়ীর সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্রুপের প্রায় ১০/১২ জন মারাতœকভাবে আহত হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোনারগাঁও উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার মাহমুদ আলীর ছেলে শাহজালাল মিয়া দীর্ঘ ১১ বছর যাবত তার নিজ গ্রাম বেহাকৈর ও এর আশপাশের কয়েকটি গ্রামে স্যাটেলাইট টিভি চ্যানেলের (ডিস) সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি একই এলাকার রহিমউদ্দিনের ছেলে বাবুল মিয়া ডিস ব্যবসায়ী শাহজালাল মিয়ার সংযোগ স্থাপন করা এলাকায় নতুন করে ডিসের ব্যবসা পরিচালনা করার কাজ শুরু করে।
অভিযোগ উঠেছে, বাবুল মিয়ার নির্দেশে তার লোকজন ডিস ব্যবসায়ী শাহজালাল মিয়ার সংযোগ স্থাপন করা এলাকার অনেক ডিস সংযোগের তার লোকজন দিয়ে কেটে অন্যত্র নিয়ে ফেলে দেয়।

রোববার রাত ৮টার দিকে পশ্চিম বেহাকৈর এলাকায় বাবুল মিয়া ও তার লোকজন গোপনে শাহজালাল মিয়ার ডিস সংযোগ কেটেতার নতুন ডিস সংযোগ স্থাপন করতে যায়। এসময় শাহজালাল মিয়া তাতে বাধা দিলে তারা তাকে প্রথমে পিটিয়ে আহত করে। পরে শাহজালাল মিয়ার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলে শুরু হয় দূ‘গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে উভয় গ্রুপের বাবুল মিয়া, শাহজালাল মিয়া ও মাহমুদ আলীসহ উভয় গ্রুপের প্রায় ১০/১২ জন আহত হয়।

খবর পেয়ে সোনারগাঁও থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আহত বৃদ্ধ মাহমুদ আলী নামে একজনকে আটক করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মোঃ মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত