নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ ফতুল্লায় তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ পাচারকারীদের আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার রাত ১০:৩০ মিনিটে ফতুল্লা থানাধীন পাগলা কোস্টগার্ড এলাকায় একটি পিকআপভ্যান ও শাড়ীসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলো গাড়ি চালক মিলন মাঝি (৩০), হেলপার মিজান (১৯) ও কাপড়ের পাচারের সাথে জড়িত থাকা মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার দিঘিরপাড় এলাকার আক্কাস দেওয়ানের ছেলে রাসেল (৩০)। অপর দুইজনের মধ্যে চালক মিলন মাঝি ঝালকাঠি জেলার নলছটি থানার মানপাশা গ্রামের এহসান আলী মাঝির ছেলে এবং হেলপার গাইবান্ধা জেলার শাখাই বানারপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ.স.আই নাহিদ, এ.বি সিদ্দিক, এ.এস.আই কামরুল হাসান ও সেলিম আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে পাগলা এলাকায় সোমবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অভিযান চালায়। এসময় ঢাকা মেট্রো-ন ১৪-২৯৬০ নাম্বারের একটি পিকআপভ্যান আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ৪০ বস্তা ভারতীয় অবৈধ শাড়ী কাপড় আটক করা হয় যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। ভারতীয় এই অবৈধ শাড়ী কাপড় কুমিল্লা জেলা থেকে নৌপথে মুন্সিগঞ্জে নিয়ে আসা হয়। পরে মুন্সিগঞ্জ থেকে সড়ক পথে ঢাকার বঙ্গবাজার নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আটক হয়েছে। এব্যাপারে আটক কৃত আসামীদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।