নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুড়াপাড়া পাইলট হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। ১১ জানুয়ারী সোমবার দুপুরে স্কুল মিলনায়তনে স্কুলের ৪ জন অভিভাবক সদস্য, ২ জন শিক্ষক প্রতিনিধি সদস্য, একজন দাতা সদস্য এবং একজন সংরক্ষিত মহিলা আসনের সদস্যের সর্বসম্মতিক্রমে তাকে এ সভাপতি নির্বাচিত করা হয়। স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম জানান, সোমবার দুপুরে ঐতিহ্যবাহী মুড়াপাড়া পাইলট হাই স্কুল মিলনায়তনে স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম মাষ্টার, সাইফুদ্দিন ইউসূফ মিলন, আব্দুল কাদের খন্দকার, আশরাফুজ্জামান শাহীন, মোঃ ইয়াকুব আলী, নাজমুল আমিন ভুঁইয়া, আব্দুল মজিদ ভুঁইয়া ও সেলিনা সুলতানা বৈঠক করেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে ঐতিহ্যবাহী মুড়াপাড়া পাইলট হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) কে মনোনীত করা হয়।