নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১১ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় বন্দর থানায় ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানার অফিসার্স ইনচার্জ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে কোন জঙ্গীবাদের স্থান নেই। নারায়ণগঞ্জকে জঙ্গীবাদ মুক্ত রাখতে সকলের সহযোগিতা দরকার। আমরা সকলের সহযোগিতায় বন্দরকে মাদক মুক্ত এলাকা ঘোষণা করতে চাই। এ জন্য সকলকে সচেতন হতে হবে। আমি প্রতিটি মসজিদের ইমামদের প্রতি আহবান জানাই আপনারা জুম্মার খুতবার আগে জঙ্গী ও মাদকের কুফল নিয়ে আলোচনা করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজিম আহাম্মেদ, সাংবাদিক মো:সহিদুল ইসলাম শিপু, সমাজসেবক বাচ্চু মিয়া, সমাজসেবক বাবুল মিয়া, শফিউল্লাহ, মো: ফারুক হোসেন, কাজী সহিদ, কাজী শাহিন, আঃ সালাম, তাজ মোঃ মেম্বার, শফি উদ্দিন, আওলাদ হোসেন সেলিম, নূর হোসেন, মনির হোসেন, বন্দর থানার সকল অফিসার ও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বন্দরের আইন শৃংখলা পরিস্থিত অনেক ভাল। মাদক অনেকটা কমে এসেছে। পুলিশ মাদক নিয়ন্ত্রণে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। তবে এ অবস্থার আরও উন্নতি করতে হলে সকলকে সচেতন হতে হবে। প্রতিটি মহল্লায় মাদক নিমূলে যুবক ও সমাজপতিদের সোচ্চার হতে হবে। তা হলে পুলিশ মাদক নিয়ন্ত্রণে অগ্রনী ভূমিকা রাখতে পারবে।