নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেছেন, আজকে সারাদেশে জঙ্গীবাদ এবং সন্ত্রাসী কর্মকান্ডের কারণে আমরা হাপিয়ে উঠছি। তাদের অপতৎপরতার কারণে দেশের সকল মানুষের নিরাপত্তা নিয়ে সংশয়ে দিন কাটাচ্ছে। বিষয়টি পরিস্কার ইসলাম ধর্ম নিয়ে আন্তজার্তিক চক্রান্ত হচ্ছে। জঙ্গী-সন্ত্রাসী হামলা মানেই ইসলাম ধ্বংস করার পূর্বাভাস। একজন আল্লাহর বান্দা নবীর উম্মত বেঁচে থাকতে বাংলার মাটিতে জঙ্গীগোষ্ঠী কোনদিনই কামিয়াব হতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদ চিরতরে নির্মূল করবো ইনশাল্লাহ। ১ লা আগস্ট সোমবার সকাল ১১টায় কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজ কর্তৃক জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকুল আরো বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদেরকে সর্বদা সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। জঙ্গী নিরোধে অভিভাবকদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে। যেখানে যাকে নিয়েই সন্দেহ হবে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবহিত করবেন। তাদেরকে কোনক্রমেই মাথাচাড়া দিতে দেয়া যাবে না। ইসলামের কোথাও নেই মানুষ হত্যা করে তুমি ইসলাম কায়েম করো। মানুষ হত্যা মহাপাপ। মূল্যবান এই প্রবাদ সকল ধর্মানুসারীরারই জানা আছে। কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজ গভর্ণিং বডির সভাপতি প্রফেসর ড.শিরিন বেগমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহতাবউদ্দিন। এছাড়া অন্যান্যের মধ্যে অংশ নেন বন্দর থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ আলী মোঃ পিন্টু খান, কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজ গভর্ণিং বডির সদস্য হাজী মোঃ জাহাঙ্গীর আলম মৃধা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ, মোঃ সোহেল মিয়া, থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম।