নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : পেট্রোল বোমাসহ লেংরা বাপ্পী (৩২) কে গনপিটুনি দিয়ে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে জনতা। ২৫ জুলাই সোমবার দুপুর ১টায় বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ আলীনগর এলাকা থেকে নাশকতাকারিকে আটক করে পুলিশে সোর্পদ করা হয় । আটককৃত মাদক ব্যবসায়ী বাপ্পী নাসিক ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ সৈয়াল বাড়ী ঘাট এলাকার মিরাজ মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মদনগঞ্জ সৈয়াল বাড়ীর ঘাট এলাকার আদু মিয়ার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছেলে রুমান একই এলাকার শিপলু ও বাপ্পীসহ কয়েকজন মাদক ব্যবসায়ী র্দীঘ দিন ধরে পুনাইনগরস্থ সৈয়দ আলী সরকারের কলোনীর ভিতরে বসে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের এ মাদক ব্যবসার কারনে আলীনগর এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা বাধা দেওয়ার জের ধরে গত ৯ জুলাই দুপুরে মাদক ব্যবসায়ী রুমান, শিপলু ও লেংরা বাপ্পীসহ ১০/১২ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে দ্বীল মোহাম্মদ দিলা (৫০) ও তার ছেলে তপু (২৫) কে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত দ্বীল মোহাম্মদ প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনায় উল্ল্যেখিত মাদক ব্যবসায়ীরা আবারও ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে আলীনগর এলাকায় নাশকতার চেষ্টা চালায়। ঐ সময় স্থানীয় এলাকাবাসী ১টি পেট্রোলবোমাসহ মাদক ব্যবসায়ী লেংরা বাপ্পীকে হাতে নাতে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে বন্দর থানার এএসআই হানিফ জানিয়েছে, সংবাদ পেয়ে আমিসহ আমার র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ১টি পেট্রোল বোমা উদ্ধার করি। এবং জনতা কর্তৃক আটক লেংরা বাপ্পীকে জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। এ ব্যাপারে বন্দর থানায় আহত দ্বীল মোহাম্মদের স্ত্রী ফেরদৌসি বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত নাশকতাকারি লেংরা বাপ্পীর অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল ও তার পরিবার সূত্রে জানা গেছে।