নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিকেএমইএ-র সভাপতি একেএম সেলিম ওসমানের নির্দেশে সোমবার ২৫ জুলাই বিকালে নগরির বি.বি রোডস্থ বিকেএমইএ-র কার্যালয়ে অন্তিম গার্মেন্টের ৪০৮ শ্রমিকের পাওনা টাকা পরিশোধ করেন অন্তিম গার্মেন্টের মালিক পক্ষ। গত ২১ জুলাই বৃহস্পতিবার বিকেএমইএ কার্যলয়ের সভাকক্ষে মালিক, শ্রমিক, শিল্প পুলিশের সাথে মত বিনিময় সভায় সভাপতি সেলিম ওসমান অন্তিম গার্মেন্টে মালিক এম.আকবরকে ২০ ধারায় পাওনা টাকার সাথে অতিরিক্ত ২ হাজার টাকা করে পরিশোধ করার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী ৪০৮ জন শ্রমিকে তাদের পাওনা পরিশোধ করেন অন্তিম গার্মেন্টেস মালিক পক্ষ।
এ ব্যাপারে বিকেএমইএ-র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক বলেন, দেশ যখন উন্নতির শিখরে যাচ্ছে তখন বর্তমান সরকারের ভাবমূতি নষ্ট এবং দেশের অর্থনৈতিক দিক পিছিয়ে দেবার লক্ষ্যে একদল কুচক্রী মহল ষড়যন্ত্রে করছে। বাংলাদেশের ৮২ ভাগ অর্থনৈতিক যোগান দেয় নীটওয়্যার খ্যাত। কিন্তু কুচক্রী মহল শ্রমিকদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটে। দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশের সবচেয়ে বড় নীটওয়্যার শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী ও জঙ্গীবাদ দ্ধারা গার্মেন্টস শিল্পের অশান্তি সৃষ্টি করছে এবং সাধারণ শ্রমিকদের দিয়ে গার্মেন্টস শিল্পের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অস্থিতীশীল তৈরী করছে। বর্তমানে বাংলাদেশ নীটওয়্যার রপ্তানি খ্যাতে ২য় স্থানে আছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২১ সালের ভিশনে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং এই নীটওয়্যার খ্যাত চায়নাকে টপকিয়ে ১ম স্থান অধিকার করবে । সেই লক্ষ্যে বিকেএমইএ-র সভাপতি একেএম সেলিম ওসমানের নির্দেশিত পথে চলে ঐকবদ্ধ্য হয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, অন্তিম গার্মেন্ট এর ওভারসীজ ডিরেক্টর মাসুদ আহমেদ চৌধুরী মজনু, বিকেএমইএ ও অন্তিম গার্মেন্ট এর কর্মকর্তাবৃন্দ, শিল্প পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ।