নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আকস্মিক অগ্নিকান্ডে একটি তুলার কারখানার মেশিন ও তুলা তৈরির কাঁচামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ২৪ জুলাই রবিবার বিকাল সাড়ে ৫টায় থানার ধামগড় ইউনিয়ন পরিষদের অদূরবর্তী জুলহাস মিয়ার কারখানায় এ ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন্দর ফায়ার সার্ভিসের দুটি দমকল ইউনিট প্রায় ২ ঘন্টা প্রাপন প্রচেষ্টা চালায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের অদূরবর্তী জুলহাস মিয়ার মালিকানা তুলার কারখানায় রবিবার বিকাল সাড়ে ৫টায় মিলের মেশিন রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রাথমিক অবস্থায় বিষয়টি কারো গোচরে না আসায় আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। পরে মেশিন রুম থেকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি সন্দিহান হলে কারখানার শ্রমিকরা দ্রুত মিল থেকে বেরিয়ে পড়ে। আগুন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে থাকলে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি দমকল ইউনিট ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।