নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারু শিল্প মেলা ও লোকজ উৎসব-২০১৬ উপলক্ষে ৯ জানুয়ারী শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে সভা করেছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। মাসব্যাপী লোককারু শিল্প মেলা উপলক্ষে ফাউন্ডেশনের সহকারী পরিচালক রবিউল ইসলাম সাংবাদিকদের লিখিত বক্তব্যে বলেন, অতিত ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের নিজস্ব লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে ফাউন্ডেশনে প্রতিবছর আয়োজন করছে লোক কারু শিল্প মেলা ও লোকজ উৎসব। আগামী ১৪ জানুয়ারী থেকে উদ্বোধন করা হবে এ মেলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর। তিনি আরো বলেন, এবারই প্রথম গ্রামীন লোকজ সংস্কৃতির অন্যতম মাধ্যম নকশি কাথাঁ প্রদর্শনীর আয়োজন করা হবে। ৪৮ জন কারু শিল্পী অংশ গ্রহন করবে। মেলায় হস্তশিল্প, পোশাক ও খাবারের দোকান সহ ১৭২টি স্টল থাকবে এবারের মেলায়।এ বছর মোট ৫০ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। স্টল বরাদ্দ সহ বিভিন্ন স্থান থেকে আয় ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। সভা চলাকালে ফাউন্ডেশনের সহকারী পরিচালক রবিউল ইসলাম মেলার প্রচার ও প্রসারের জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। পরে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ স্থানীয় সাংবাদিকদের মেলা উপলক্ষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।