সমাজের কল্যাণে যারা নিয়োজিত তারাই প্রকৃত নেতা- এম এ রশিদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা আ:লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেছেন, সমাজের কল্যাণে যারা সর্বদা নিয়োজিত থাকেন তারাই প্রকৃত নেতা। নেতাকে জনগণের দ্বোরগোড়ায় পৌছতে হবে, তবেই তিনি জনগণের মধ্যমনিতে পরিণত হতে পারবেন। আব্দুল মালেক খন্দকার ছিলেন একজন উচু মনের ও ত্যাগী মানসিকতার মানুষ। তাকে হারিয়ে আপনারাতো বটেই, আমি একজন অভিভাবক হারিয়েছি। তার সাথে সাথে আমি প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক ও আ:লীগের অপর কান্ডারী কামিজ উদ্দিন কামাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের অক্লান্ত শ্রমে আজ আপনাদের এলাকা উন্নত ও সকলের নিকট পরিচিত। বন্দর থানা আ:লীগের পক্ষ থেকে অচিরেই আব্দুল মালেক খন্দকারের স্মরণে আরেকটি স্মরণ সভা আমরা করার উদ্যোগ নিব, উক্ত সভায় অত্র অঞ্চলের প্রত্যেকে আপনারা উপস্থিত থাকবেন, সে অনুরোধ জানাচ্ছি। আমি নবনির্বাচিত চেয়ারম্যান মাসুম আহম্মেদ, এম এ সালাম, নবনির্বাচিত মেম্বার ফয়েজুর রহমান মোল্লা ও আবু সাঈদকে শুভকামনা জানাচ্ছি। তারা সফলভাবে কাজ করে যাবে এবং দলের ভাবমূর্তি আরও সমৃদ্ধশালী করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

ধামগড় ইউপি চেয়ারম্যান আলাহাজ্ব মাসুম আহম্মেদের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও বন্দর থানা আ:লীগের সহ-সভাপতি মরহুম আব্দুল মালেক খন্দকারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টিএম ফাউন্ডেশনের উদ্যোগে জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক স্মরণসভা, বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিলে ২২ জুলাই শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম এ রশিদ এসব কথা বলেন। বিকাল ৫ টা পর্যন্ত দেশের খ্যাতনামা কয়েকটি হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা কয়েকটি মারাত্মক ব্যাধির উপর দিন ব্যাপী ৫০০-৭০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এর আগে না:গঞ্জ মহানগর আ:লীগের সদস্য এড. এছহাক মিয়ার মনোমুগ্ধকর সঞ্চালনায় আঃ মালেক খন্দকারের স্মরণ সভায় না:গঞ্জ মহানগর আ:লীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী, বন্দর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, বন্দর থানা আ:লীগের যুগ্ম সম্পাদক শাহজালাল ও শ্রম সম্পাদক সোনা মিয়া, বন্দর উপজেলা মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ও শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার শামীমা আক্তার মুন্নী, বন্দর থানা যুবলীগের সহ-সভাপতি মনির হোসেন মাস্টার, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, ধামগড় ইউনিয়ন আ:লীগের সহ-সভাপতি হাজ্বী নাসির উদ্দিন ও আঃ আউয়াল বাচ্চু, সা. সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, মুছাপুর ইউনিয়ন আ:লীগের সভাপতি মজিবুর রহমান, ধামগড় ইউপির প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হকের ছেলে আজিজুল হক, অত্র ইউপির ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, সাবেক মেম্বার জামাল উদ্দিন, ১নং ওয়ার্ড আ:লীগ নেতা আব্দুল কাদির, সামছুজ্জোহা, আজগড় আলী, হাজ্বী আনোয়ার হোসেন সহ অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে জাঙ্গাল জামে মসজিদের ইমাম আমজাদ হোসেনের পরিচালিত দোয়ায় সমবেত সকলকে নিয়ে মরহুম আঃ মালেক খন্দকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। পরে সমবেত সকলকে নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বন্দর থানা আ:লীগ সভাপতি বীর মুুক্তিযোদ্ধা এম এ রশিদ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত