৪০ বৎসরের অসমাপ্ত কাজগুলো এবার সম্পন্ন হয়েছে: সজল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নগর প্রতিনিধি) : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বিগত ৪০বৎসরের অসমাপ্ত কাজগুলো এবার সম্পন্ন করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শত কোটি শুকরিয়া আদায় করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাকে এই সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন সহ শুরু থেকে অদ্যবদি নানা ভাবে সহযোগীতা করছেন। উল্লেখিত কথাগুলো বলেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল।

১৬ জুলাই শনিবার সকালে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে ২য় তলায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠকালে তিনি আরোও বলেন,৪০বৎসর অতিক্রম হওয়ারপরও সনাতন পাললেনস্থ হোসায়ারী এসোসিয়েশনের ভবনের জমিটির মিউটিশন করা হয়নি এছাড়াওসমিতির ভবনের ভাড়াটিয়াদের মাসিক ভাড়া বৃদ্ধি সহ নানাবিধ সমস্যার সমাধান করা হয়েছে  ।

পবিত্র কোরাআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়।উক্ত অনুষ্ঠানে বর্তমান কার্যর্নিবাহী কমিটির সদস্যদের উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহজালাল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, নাসির শেখ, পরিচালক আমির আলী, বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহাম্মদ শেখ,আ: হাই, মনির হোসেন, আতাউর রহমান, বাবু সুশান্ত, পাবেল চৌধুরী, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মো:সাব্বির, আহম্মেদ সাগর, আদিল হাওলাদার, সাঈদ আহম্মেদ স্বপন, হাজী মো. শাহিন, হাফেজ সেরাজুল ইসলাম, নাসিম আহাম্মেদ। বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় সকল কার্যক্রম শেষে সংগঠনের সদস্যদের ব্যাবসায় উন্নতি ,সুস্বাস্থ কামনা সহ দেশের শান্তি উজ্জল ভবিষ্যত ও সংগঠনের প্রায়ত সদস্য এবং কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফেরাত কমনা করে দোয়া করানো হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত