আওয়ামীলীগ কর্মীরা মাঠে নামলেই দেশে জঙ্গী মুক্ত করা সম্ভব-এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গুলশান ও শোলাকিয়ায় যে ঘটনা ঘটেছে তার চেয়ে বড় ঘটনা আমাদের সামনে অপেক্ষা করছে। এ জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে দলটি স্বাধীনতা এনে দিয়েছে সে দলের নেতাকর্মীরা যদি মনে করে আমাদের দেশকে জঙ্গী ও সন্ত্রাস মুক্ত করবে তাহলে তারা তা করতে পারবে। আওয়ামীলীগের কর্মীরা মাঠে নামলেই দেশে পরিবর্তন সম্ভব। শনিবার ১৬ জুলাই বিকালে নগরীর নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে মহানগর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে এমপি শামীম ওসমান এসব কথা বলেন।

এমপি শামীম ওসমান বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারাদেশের মানুষ যেমনি ভাবে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে এদেশ স্বাধীন করেছিলো। আমি বিশ্বাস করি,  ঠিক একই ভাবে বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আওয়ামীলীগসহ গোটা দেশবাসী জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়াবে এবং ইনশাল্লাহ্ আমরা সফল হবই।
তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিয়ে বলেন, শোলাকিয়ার পবিত্র ঈদের জামাতে সন্ত্রাসী হামলার সময় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ বাহিনী মোকাবিলা করে সফল হয়েছেন। সেদিন পুলিশ বাহিনীর দক্ষতা ও সাহসীকতার কারণে হাজার হাজার মুসল্লিরা প্রাণে রক্ষা পেয়েছেন।

মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, সহ সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সহ সভাপতি রবিউল হোসেন, সহ-সভাপতি এড. ওয়াজেদ আলী খোকন, সাধারন সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারন সম্পাদক শাহ্ মোঃ নিজাম, আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জি এম আরাফাত, ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান।বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, এড. মাহমুদা মালা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, সাধারন সম্পাদক জুয়েল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, সহ-সভাপতি এড. আলী আকবর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব প্রমূখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত