নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক মিজানুর রহমান মিলন(৪৬) কে প্রহারের ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসী দু’সহোদর আঙ্গুর ও আপেলকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এদিকে আহত মিজানকে শেষে বাড়িতে আনা হয়েছে। আহতের পারিবারিক সূত্র জানায়, দৈনিক আজকের নীর বাংলার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিলন শনিবার সন্ধা ৬টায় তার নবীগঞ্জ বাগবাড়ীস্থ বাস থেকে পেশাগত কাজের উদ্দেশ্যে বের হয়। বাড়ির অদূরবর্তী মদনগঞ্জ-টু-মদনপুর রুটে থাকা তারই মামা দেলোয়ার হোসেনের হোন্ডাযোগে পার্শ্ববর্তী কবিলের মোড়স্থ বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাড়ির সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ঐ এলাকার মৃত শওকত আলীর ছেলে আঙ্গুর ও আপেল হোন্ডার গতিরোধ করে।
এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী দু সহোদর তাদের হাতে থাকা কাঠের ডাসা দিয়ে সাংবাদিক মিজানুর রহমানকে হত্যার চেষ্টায় আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে মিজান মাটিতে লুটিয়ে ডাকা চিৎকার করলে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে সন্ত্রাসীদ্বয় দ্রুত চম্পট দেয়। পরে উপস্থিত লোকজন আহত মিজানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেলর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।