পুলিশের ব্যাড়িকেড ভেংগে মহানগর যুবদলের শোক মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গুলশান ও শোলাকিয়ায় জংগী হামলায় নিহতদের স্বরণে মঙ্গলবার ১২ জুলাই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজিত আনন্দ শোক মিছিলে পুলিশ বাধা দিলেও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে  যুবদল নেতাকর্মীরা পুলিশী ব্যাড়িক্যাড ভেংগে ডিআইটি থেকে জেলা বিএনপি কার্যালয় পর্যন্ত শোক মিছিল করে জেলা বিএনপির শোক সমাবেশে যোগ দিতে সক্ষম হয়।News-1Khorshed

ডিআইটি থেকে মিছিল শুরুর পূর্বে পুলিশ ব্যাড়িকেডে অবরুদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন দেশে আওয়ামী লীগ ছাড়া আর কেউ নিরাপদ না। রাষ্ট্রীয় শোক কর্মসূচী পালনেও পুলিশ বাধা দিচ্ছে।বিরোধী দল নিধনের উদ্দেশ্যে সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করছে, ফলে জংগীবাদ ধীরে ধীরে অভিশাপে পরিনত হয়েছে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে জাতীয় সংলাপের আয়োজনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

শোক মিছিলে আরো নেতৃত্ব দেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসনে আনু, সরকার আলম, রানা মুজিব, মোয়াজ্জেম হোসেন মন্ট্রি,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান। বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর যুবদল নেতা ইছালউদ্দিন ইশা, আঃরহমান, আল-আমিন খান, হোসেন সদ্দার, লিমন সরকার, মন্জু মিয়া, আকতার অপু,আল-মামুন, জানে আলম দুলাল, রাসেল মনির, বন্দর থানা যুবদলের আকতার হোসেন, ফারুক মিয়া, হুমায়ুন,জয়ন্ত ফেরদৌস, সিদ্দিরগঞ্জ যুবদলের ইকবাল হোসেন, দুলাল হোসেন, হাফেজ রহিম, ফয়সাল, আক্তার হোসেন, আসলাম হোসেন প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত