নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শনিবার ৯ জুলই দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টার মধ্যে যে কোন একটি সময়ে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নস্থ কাজহরদী গ্রামের হাফেজ মিজানুর রহমানের ২ ছেলে ইউসুফ (১০) ও ইসমাঈল (৮) পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত ভাবে খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায় যে, অত্র অঞ্চলের কাজহরদী ঈদগাহ সংলগ্ন ব্রক্ষ্মপুত্র নদের কাজহরদী-অলিপুরা সংযোগ ব্রীজ ও অত্র রাবার ড্যাম প্রকল্পের ধারে নদীর পানিতে আনুমানিক ১১ টার দিকে অন্যান্যদের সাথে গোসল করতে যায় ইউসুফ ও ইসমাঈল। দীর্ঘক্ষণ কেটে যাবার পরও তারা বাড়িতে না ফেরায় বিকেল ৩ঃ৩০ মিনিটের সময় উক্ত অলিপুরা ব্রীজের নীচে শুকনো জায়গায় উভয় শিশুর পড়নের কাপড় দেখতে পেয়ে নিহতদের আত্মীয় স্বজন সাথে সাথে পানিতে নেমে তাদেরকে খুঁজতে থাকেন এবং খানিকক্ষণ পর তাদেরকে পানি থেকে সম্পূর্ন অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। কিছুক্ষণ পর তাদেরকে মদনপুর ও কাঁচপুরের বিভিন্ন হাসপাতালে নিলেও আশানুরূপ চিকিৎসা না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় শেষে দ্রুত উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে তাদের বেঁচে থাকার সামান্য আশাটুকুও শেষ হয়ে যায়।
উল্লেখ্য, পানির নীচ থেকে তাদের লাশ উদ্ধারের পর থেকেই মুহুর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং সমগ্র এলাকার মানুষ যথেষ্ট শোকাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাছাড়া অনেকেই একই সাথে শিশু ২টি ভাইয়ের মৃত্যুতে বেদনার অশ্রু ঝড়িয়েছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উক্ত কাজহরদী গ্রামে শিশুদের পিতা হাফেজ মিজানুর রহমানের বাড়িতে ছুটে যান। রাত ১২ঃ৩০ মিনিটে জানাযা শেষে তাদেরকে নিকটস্থ অলিপুরা কবরস্থানে শায়িত করা হয়। এ ঘটনার পর এলাকায় শোকের নিস্তবদ্ধতার একটি আবহ বিরাজ করছে, তার পাশাপাশি সকল অভিভাববকে তাদের সন্তানদের প্রতি খেয়াল বাড়ানো সহ তাদের প্রতি আরও দায়িত্ব সচেতন হওয়ায় আহবান জানিয়েছেন অত্র এলাকার সচেতন নাগরিক সহ সমগ্র সুশীল সমাজ। এমনকি বর্ষাকালে পানির উচ্চতা বেশী ও প্রবল স্রোত থাকায় নদীর তীরবর্তী এলাকায় এভাবে গোসল না করার প্রতি সকলকে আহবান জানানো হয়েছে।