নতুনত্বের ছোয়ায় ছাতার উপর ছবি আঁকা-স্বরলিপির চিএ প্রদর্শনী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে স্বরলিপি মিউজিক এন্ড ফাইন আর্টস-এর আয়োজনে চিএ প্রর্দশনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ৬ জানুয়ারী বুধবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো ঃ আবদুল হাই, বিশেষ অতিথি বরণ্য চিএশিল্পী সমীরন চৌধুরী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু চন্দন শীল। স্বরলিপির শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সাগতিক বক্তব্য রাখেন স্বরলিপির পরিচালক বিল্পব দাস। তিনি তার বক্তব্যে বলেন, ছাতার উপর ছবি আঁকা  বাংলাদেশে এটাই প্রথম। জানা মতে, এই ধরনের প্রদর্শনী আগে কখনো হয়নি। স্বরলিপির দেড়শ’ জন শিশু শিল্পীর আঁকা দু’ শটির বেশি শিল্পকর্ম নিয়ে ৩ দিন ব্যাপী শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি মোঃ আবদুল হাই বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যে, নতুনত্ব উদ্ভোবনী কাজকে সবচেয়ে বেশী প্রাধ্যন্য দেওয়া। তিনি ক্ষুদে শিল্পীদের সংগীত ও প্রদর্শনী ঘুরে শিল্পকর্ম দেখেন। শিল্পী সমীরন চৌধুরী বলেন, শিমুরা ছবি আঁকে তাদের খেয়ার-খুশি মতো। রঙের ব্যবহারের ক্ষেএে তারা স্বাধীন। তারা বড়দের মতো নিয়ম মেনে আঁকে না। প্রতিটি শিশুর শিল্পকর্মেই একটি নিজস্ব বৈশিষ্ট্য বিদ্যমান। প্রদর্শনীটি অন্য সকল প্রদর্শনী থেকে ব্যতিক্রম বলের এর গুরুত্বও বেশি বহন করে।  শিল্পকর্ম দ্বারা শুধুমাএ শিল্পীকে যাচাই করা যায় না, একটি দেশ ও জাতিকে মূল্যায়ন করা যায় । এই নবীন ক্ষুদে শিল্পীরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরো কৃতিত্বের স্বাক্ষর রাখবে। সভাপতি তার বক্তব্য বলেন, শিশু চিএশিল্পীর আঁকা ২০০ টির অধিক অভিনব ও ব্যতিক্রমী শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ছাতার উপর আঁকা শিশুদের এই শিল্পকর্ম যেকোন মানুষকে মুগ্ধ করবে বলে আমি মনে করি । এই ব্যতিক্রমী আয়োজন শিশু চিএ শিল্পীদের মেধা বিকাশে যেমন সহায়তা করবে তেমনি অভিনব সৃজনশীল শিল্পকর্মের প্রতি অনুরাগী করে তুলবে । এ ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে । প্রদর্শনীটি ৮ জানুয়ারী প্রতিদিন বেলা ১০ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মক্ত থাকবে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত