আদালতের বিচারকের স্বাক্ষর জাল: আইনজীবী সহকারী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ তৈরির অভিযোগে এক আইনজীবী সহকারীকে আটক করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে তাকে আটক করে কোর্ট পুলিশ।

আটক হওয়া ব্যক্তির নাম সিয়াম আহমেদ। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানায় দায়ের হওয়া এক হত্যা চেষ্টা মামলায় মো. রুবেল ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানার পর রুবেল ভূঁইয়া সহকারী সিয়ামের কাছে গেলে তিনি নিজেই বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের নথি তৈরি করে রুবেলকে দেন।

এরপর রবিবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ রুবেলকে গ্রেপ্তার করলে তার স্বজনরা ওই ভুয়া নথিপত্র দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে রূপগঞ্জ থানার ওসি নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খানের মাধ্যমে অনুসন্ধান করেন। পরে তদন্তে নথিপত্র ভুয়া প্রমাণিত হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, এর আগেও আমাদের কাছে কয়েকজন আইনজীবী অভিযোগ করেছিলেন যে, বিচারকদের স্বাক্ষর জাল করে আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ তৈরি করা হচ্ছে। রূপগঞ্জ থানার এ ঘটনাটি অনুসন্ধানে গিয়ে সিয়াম আহমেদের সংশ্লিষ্টতা পাই এবং তাকে জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে স্বীকার করে।

add-content

আরও খবর

পঠিত