নারায়ণগঞ্জ বার্তা ২৪ :প্রয়াত লেখক অভয় বিশ্বাসের স্মরণে সভা ও তার লেখা ‘আড্ডা’ উপ্যনাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল পাঁচটায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পঞ্চম তলায় এক্সপেরিমেন্টাল হলে এ সভা অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক সংগঠন বটতলা এ আয়োজন করেছে।
সভায় রাকিবুল হাসান জেমসের সঞ্চালনায় আলোচক হিসাবে উপস্থিত থাকবেন অভয় বিশ্বাসের মা রিনা বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কবি মজিবুল হক কবীর, কবি আরিফ বুলবুল, সাংস্কৃতিক সংগঠক প্রদীপ ঘোষ বাবু, কবি পলল পরাগ, বিশ্বজিৎ বসাক প্রমুখ।
অভয় বিশ্বাস ১৯৮৫ সালের ২৭ মে বন্দর ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় জন্ম নেন। ঢাকেশ্বরী মিলস্ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। নারায়ণগঞ্জে থাকার সুবাদে তিনি উন্মেষ সাংস্কৃতিক সংসদে যুক্ত হন। নাটকে এবং সংগীতে সমানভাবে পারদর্শী ছিলেন।
উন্মেষ সাংস্কৃতিক সংসদ থেকে তিনি ‘এই দেশে এই বেশে’, ১৯৭১, ‘অনুকুল ঠাকুরের নাটক’ ছাড়াও বেশ কিছু নাটকে অভিনয় করেন। পরবর্তীতে তিনি খেলাঘর, ঐকিক থিয়েটার, বটতলাসহ বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে যুক্ত হন।
২০০৯ সালে তার বাবা মারা যাওয়ার পর নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষকতা শুরু করেন তিনি। শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড থেকে সংস্কৃত মধ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পন্ডিত ডিগ্রী অর্জন করেন।
তার পরিবারের সদস্যরা জানান, অভয় বিশ্বাসের বই পড়ার প্রতি ছিল বিশেষ ঝোঁক। ক্লাসের ব্রেক বা টিউশনে তার হাতে বই থাকতো। সিনিয়র শিক্ষক কবি মুজিবুল হক কবীরের উৎসাহে ও সহযোগিতায় ২০১৫ সালের ১৬ জুলাই প্রথম উপন্যাস ‘অশনি স্রোত’ প্রকাশিত হয়। ২০১৭ সালের বই মেলায় প্রকাশিত হওয়ার কথা ছিল তার দ্বিতীয় উপন্যাস ‘আড্ডা’। কিন্তু ২০১৬ সালের ২৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে অনন্তকালের পথে যাত্রা করেন এই সম্ভাবনাময় মানুষটি।