নারায়ণগঞ্জ বার্তা ২৪ :বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রবিবার ২৬ মে সকালে নগরীর দেওভোগ থেকে প্রায় ২শতাধিক গাড়িবহর সহ হাজারো সমর্থকদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় চন্দ্র, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদিকা অর্পনা রায় চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানায় জাকির খান ও তার সকল অনুসারীরা।
এতে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলার বিএনপি, অঙ্গ সহযোগেী সংগঠন যুবদল, কৃষকদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, সাইবার ইউজার দল, মৎসজীবীদল সহ অনান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাকির খান বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাবো।
সমর্থকরা জানিয়েছে, সকালে নারায়ণগঞ্জ শহর থেকে দুই শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে সেখানে পৌঁছলে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে মাজার জিয়ারত করে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশাল গাড়ি বহরে থাকা নেতাকর্মীতে মাজার প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে যায়।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বন্দর থানা বিএনপির নেতা শাহেন শাহ আহম্মেদ, হুশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুজ্জামান বদু, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন, বিএনপি সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সভাপতি এস আলম রাজীব, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রজন্ম দলের জেলা আহ্বায়ক সলিমুল্লাহ করিম (দাদা সেলিম), মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খান প্রমুখ।