অসুস্থ জামালউদ্দিন কালুর খোঁজখবর নিলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রবীণ নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জামালউদ্দিন কালু অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক খোঁজখবর নিতে শুক্রবার (২ মে) নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কারোডস্থ বাসায় যান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী।

নেতৃবৃন্দ জামালউদ্দিন কালুর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, রাজনীতিতে তার অভিজ্ঞতা ও অবদান আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। অসুস্থতার এই সময়ে দলের নেতাকর্মীরা তার পাশে থাকবে বলে আশ্বাস দেন তারা।

add-content

আরও খবর

পঠিত