নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পশ্চিম সেহাচর নূর মসজিদ সংলগ্ন একটি ড্রেনের মধ্যে লাশটি দেখতে পায় স্থানিয়রা। পরে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় ফতুল্লা থানা পুলিশ।
তবে এটি হত্যা কিনা ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে, এমনটা জানিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।
প্রতক্ষদর্শীরা জানায়, সকালে ড্রেনের উপরে শুধু দুটি হাত ভেসে থাকতে দেখা যাচ্ছিল। বাকি শরীরের পুরো অংশ ড্রেনের ভেতরে ডুবে ছিল। সকালে এক ভ্যান চালক প্রথমে এই মরদেহ দেখতে পেলে এলাকার লোকজনকে জানালে মুহূর্তেই উৎসুক জনতা দেখতে ছুটে আসে।