মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান সাগরের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আন্তর্জাতিক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।

এক বিবৃতিতে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ থেকে মুক্তির সংগ্রাম বেগবান করতে হলে মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শপথ নিতে হবে।

তিনি বলেন, ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মঘণ্টা ও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন ছিল ইতিহাসের অনন্য অধ্যায়। সেই আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে বহু শ্রমিককে হত্যা করে। কিন্তু শ্রমিক শ্রেণি বুকের তাজা রক্ত ও জীবন দিয়ে অর্জন করেছিল ন্যায্য অধিকার।

রাকিবুর রহমান সাগর আরও বলেন, আজ আমরা যে ৮ ঘণ্টা কর্মঘণ্টার সুবিধা পাচ্ছি, তা শ্রমিক শহীদদের আত্মত্যাগের ফসল। শুধু শ্রমিক শ্রেণি নয়, সমাজের সব মানুষ আজ এ অর্জনের সুফল ভোগ করছে। শ্রমিকদের লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, এই মে দিবস কেবল উৎসব নয়, এটি শপথ গ্রহণের দিন—শ্রমিক-মালিক এক হয়ে দেশ গড়ার দিন। তাই আসুন, আজকের এই দিনে আমরা শপথ নিই, শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকব। আরও সামনের দিকে এগিয়ে যাক বাংলাদেশ।

add-content

আরও খবর

পঠিত