নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও সঞ্চয়পত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে গ ক্যাটাগরিতে আহত ১১২ জনকে ১ লাখ টাকা করে চেক ও ৪ শহীদ পরিবারের সদস্যকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এ আয়োজন। যারা আহত হয়েছেন, তাদের কথা শুনলে খুব কষ্ট হয়। কীভাবে এক ভাই আরেক ভাইকে আঘাত করতে পারে? এমন রাষ্ট্রব্যবস্থা আমরা চাই না। আমরা মানবিক রাষ্ট্র চাই, যেখানে একের কষ্টে অন্যেরা এগিয়ে আসবে। সেই স্বপ্ন পূরণে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। নারায়ণগঞ্জবাসীর সহযোগিতায় আমরা অতীতের কর্মসূচিগুলো সফল করেছি। আগামীর উদ্যোগগুলোতেও আপনাদের পাশে চাই।
এই বিষয়ে আহত সাঈদুর রহমান সিজান বলেন, জুলাইয়ের ৪ তারিখ রাইফেল ক্লাবের সামনে পিঠে ৮টি গুলির আঘাত পাই। খানপুর হাসপাতালে ভর্তি থাকার পর ঘরোয়া চিকিৎসা নিয়েছি। ডিসি স্যারের এই উদ্যোগ আমাদের জন্য ইতিবাচক।
আরেক আহত আসমা আক্তার বলেন, সানারপাড়ে গুলির আঘাতে আমার এক চোখ ও মাথার চুলের একটি বড় অংশ পুড়ে যায়। এখনও পুরোপুরি সুস্থ নই। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও অভিযুক্তদের বিচার নিয়ে আমি কিছু বলতে চাই না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামী সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূঁইয়াসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।