অ‌টিজ‌মরা বোঝা নয়, সম্পদ : না.গঞ্জ ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যারা অ‌টিজ‌মে আক্রান্ত তারা কেউই সমা‌জের বোঝা নয়। সকল জনগনই দে‌শের সম্পদ, তা‌দের সেভাবে গড়ার সু‌যোগ র‌য়ে‌ছে ব‌লে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জা‌হিদুল ইসলাম মিঞা। ১৮তম বিশ্ব অ‌টিজম স‌চেতনতা দিবস উপল‌ক্ষে মঙ্গ‌লবার (২২ এপ্রিল) সকা‌লে নারায়ণগঞ্জ জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে আলোচনা সভায় তি‌নি এ কথা ব‌লেন।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করেছেন তিনি। এরআগে ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।  এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। এতে অংশ নেন অ‌তি‌রি‌ক্ত জেলা প্রশাসক আলমগীর হো‌সেন, নারায়ণগঞ্জ সমাজ সেবা অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক আসাদুজ্জামান সরদার সহ বিভিন্ন এনজিও, শিক্ষক-শিক্ষার্থী ও অটিজম পরিবারসহ শতাধিক মানুষ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে লুকিয়ে থাকতে পারে অসাধারণ প্রতিভা। যাদের সামর্থ রয়েছে তারাও যেন পাশে দাঁড়ায়। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো ও বিকাশে সহায়তা করা। আমরা তাদের উজ্জীবীত করতে চাই। কেউ যেন তাদের দূরে ঠেলে না দেই, কাছে টেনে তাদেরকে গুরুত্ব দিতে হবে।

add-content

আরও খবর

পঠিত