কলেজছাত্রী ধর্ষণ জড়িতদের শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর নিরাপত্তা ও অভিযুক্তের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। তারা জানিয়েছে, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবির সুষ্ঠু সমাধান না হয়, তাহলে তারা পরবর্তী কর্মসূচী হিসেবে জেলা পুলিশ সুপার (এসপি) ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয় ঘেরাও করা হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে চাষাঢ়া শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, সহ-সভাপতি সাইদুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সদস্য রাইসা ইসলাম, মুন্নী আক্তার, এবং প্রত্যাশা নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান প্রমুখ।

ফারহানা মানিক মুনা সংবাদ সম্মেলনে বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি র‌্যাব ও পুলিশের কাছে ধর্না দিয়ে, থানায় ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করেও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেনি ভুক্তভোগী। অথচ উল্টো তার চরিত্রে লাঞ্ছনা দেয়ার চেষ্টা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পরবর্তীতে, ভুক্তভোগী ও তার স্বামীকে থানায় ডেকে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও, ৮দিন পর স্বাস্থ্য পরীক্ষা করা এবং মামলা দায়েরের মাধ্যমে অভিযোগের শক্তি কতটুকু বাড়ে, তা আমরা জানি না।

তিনি আরও বলেন, ৮দিন ধরে ধর্ষণের শিকার একজন নারীকে নানা জায়গায় ধর্না দেয়ানো হয়েছে, তাকে হেনস্তা করা হয়েছে। এর ফলে তার কাছে থাকা প্রমাণগুলো নষ্ট হয়ে গেছে। এর পরিবর্তে প্রশাসন আমাদের কী জবাব দেবে? ৫ আগস্টের পর আমরা আর কোনো প্রতারণা দেখতে চাই না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু সমাধান চাই এবং ৪৮ ঘণ্টার মধ্যে এটি বিচারিক প্রক্রিয়ায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

ফারহানা মুনা ভুক্তভোগীকে অভিযুক্তদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির বিষয়টি তুলে ধরে বলেন, ভুক্তভোগীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার বিচারিক নিরাপত্তাও প্রশাসনকে নিতে হবে।” তিনি আরও জানান, তাদের দাবী শুধু গ্রেপ্তারি নয়, বিচার বিভাগের সক্রিয়তা এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে নারীর অধিকার রক্ষা করা হোক।

তিনি হুশিয়ারি দেন, যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, তবে ৪৮ ঘণ্টা পরে ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নিয়েই এসপি ও ওসি’র কার্যালয়ের সামনে কর্মসূচী পালন করা হবে।

add-content

আরও খবর

পঠিত