ফতুল্লায় ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই (৪৬) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, মারামারি ও নাশকতাসহ ২৮টি মামলা রয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ সদর থানার দুধ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১১, সিপিসি-১, কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কাদির সিপাই ফতুল্লার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী সন্ত্রাসী। তিনি বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সামেদ আলীর ছত্রছায়ায় কাদির সিপাই দলবল নিয়ে অস্ত্র, টেঁটা, বল্লম, রামদা ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

র‌্যাব আরও জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর কাদির সিপাই আত্মগোপনে চলে যায়। তবে ফতুল্লা, সদর, বন্দর, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় তার নাম বিভিন্ন অপরাধে বারবার উঠে আসে।

গ্রেফতারের পর কাদির সিপাইকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে র‌্যাব জানিয়েছে।

add-content

আরও খবর

পঠিত