নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর ২০২৫- ২০২৭ নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন দাখিল করেছেন মোহাম্মদ হানিফ মিয়া সরদার। গতকাল দুপুর ১টায় চানমারি এলাকায় চেম্বার অব কমার্স ইন্ডাট্রি’র নিজস্ব কার্যালয়ে এই মনোনয়ন দাখিল করেন।
এ সময় মোহাম্মদ হানিফ মিয়া সরদার সাথে উপস্থিত থেকে প্রার্থী হানিফ মিয়া সরদারের পক্ষে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন কাউন্সিলর মোহাম্মদ শওকত হোসেন শুকু এবং সমার্থক হিসেবে স্বাক্ষর করেন মোহাম্মদ মাসুমুল হক সোহেল।
প্রার্থী হানিফ মিয়া সরদার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর ব্যবসায়ী ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন,আমি পরিচালক পদে নির্বাচন করবো,আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই। আমি নির্বাচিত হলে ব্যবসায়ের সর্বোত্তম পরিবেশ সৃষ্টি করবো এবং ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে পাশে থাকবো।