নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার কে লাগাচ্ছে : মাহবুবুর রহমান মাসুম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেছেন,নারায়ণগঞ্জ এমন একটি জেলা যা চট্টগ্রামের পর দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদান করে। তবে আমরা উন্নয়ন কাজ এবং নাগরিক সুবিধার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি। শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জকে দুটি ভাগে বিভক্ত করেছে, এবং এজন্য কদম রসুল সেতুর কাজ দ্রুত শুরু করার জন্য আমি ক্ষমতাসীনদের কাছে আহ্বান জানাচ্ছি। নারায়ণগঞ্জবাসী আর বঞ্চিত হতে চায় না।

শুক্রবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে প্রয়াত সাবেক এমপি এবং নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এস এম আকরামের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের গডফাদাররা পালিয়েছে, কিন্তু আজ নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার শহরে দেখা যাচ্ছে। এগুলো কে লাগাচ্ছে? প্রশাসন কী করছে? আমরা কোনো সন্ত্রাসী বা তাদের দোসরদের পূনর্বাসনের সুযোগ দিতে চাই না। নারায়ণগঞ্জবাসী শান্তিপূর্ণ ও সুন্দর একটি শহর চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নু।

স্মরণ সভায় বক্তব্য রাখেন: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জের সভাপতি রিনা আক্তার।

add-content

আরও খবর

পঠিত