প্রতিবন্ধী প্রগতি সংস্থায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জিআর চাল বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) :  বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বরাদ্ধকৃত জি.আর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) বিকালে ইসদাইর এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ১০০জন প্রতিবন্ধির মাঝে মাথা পিছু ১০ কেজি করে জি.আর চাল বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব মো. ইউসুফ আলী হাওলাদার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সহ সভাপতি আয়শা হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মহিলা সম্পাদিকা নাজমা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন বধির উন্নয়ন সংস্থার সহ সভাপতি ইয়ারুন নেছা ময়না, সংগঠনের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য ফারুখ হোসেন, তিতুমীর, আবদুল মান্নান, আবদুল সাওার, নুর জাহান বেগম, মহাসচিব ইউসুফ আলী হাওলাদার সহর্ধমীনি রেনু বেগম।

add-content

আরও খবর

পঠিত