নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে নাসিক ১৩নং ওয়ার্ড বিএনপির সহযোগী সংগঠন। রবিবার (১৯ জানুয়ারী) রাতে গলাচিপা রূপার বাড়ি এলাকায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন যুবদল নেতা মোক্তার চাঁন, মোহাম্মদ জাহাঙ্গির, রমজান, অলি, পোকা রনি, হারুন, সোহেল।
এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের সুসাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খান, গার্মেন্ট শ্রমিকদল সদর থানা সভাপতি মো. এজাজ চৌধূরী, গার্মেন্ট শ্রমিকদল ফুতল্লা থানার দপ্তর সম্পাদক মো. মঞ্জুর, সমাজ সেবক রিফাত খন্দকার, সদর থানা শিক্ষা ও গবেষনা সম্পাদক রাসেল চৌধূরী, সদর থানা অর্থ সম্পাদক মোক্তার খাঁসহ অন্যান্য নেতৃবৃন্দ।