নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ এর পক্ষ থেকে শহীদ মেহেদী হাসান নাঈমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৩ ডিসেম্বর) সংসদের নেতৃবৃন্দ শহীদ নাঈমের বাসায় যান। এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তারা শহীদ মানিক মিয়া (শাহরিক চৌধুরী)-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
শহীদ নাঈমের বাসায় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের সংগঠক সাইদুর রহমান, মুন্নি আক্তার প্রত্যাশা, রাইসা ইসলাম, সিয়াম হাওলাদার, আয়াতুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মৃতি সংসদের নেতাদের সঙ্গে আলোচনার সময় শহীদ নাঈমের বাবা গভীর দুঃখ প্রকাশ করে জানান, চার মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সরকারি বা বেসরকারি সাহায্য তাদের কাছে পৌঁছায়নি। এমনকি সরকারের পক্ষ থেকেও কেউ তাদের খোঁজ নিতে আসেনি। স্মৃতি সংসদ এ অবহেলার তীব্র নিন্দা জানিয়েছে।
স্মৃতি সংসদের অন্যতম সংগঠক সাইদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিস্ট শক্তির পতন ঘটেছে। এখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। তবে শহীদ পরিবারগুলোর যথার্থ সম্মান না পাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা প্রতিজ্ঞা করছি, এই শহীদদের প্রাপ্য সম্মান আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।
এর আগে শহীদ মানিক মিয়ার বাসায় সাক্ষাতের সময় তার বাবা মুক্তারপুর ব্রিজটি শহীদ মানিক মিয়া শাহরিকের নামে নামকরণের দাবি জানান। স্মৃতি সংসদ তার দাবিকে সমর্থন জানিয়েছে এবং এটি বাস্তবায়নের চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।
স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে একটি প্রতিনিধি দল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে সাক্ষাৎ করবে। তারা শহীদদের পরিবারের দাবি এবং সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা আয়োজন করা হবে। এ মেলায় শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ একটি স্টল স্থাপন করবে। সেখানে চার শহীদের স্মৃতি ও তাদের অবদান প্রদর্শন করা হবে।