বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক জোটের কর্মসূচি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য।

কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ।

রবিবার ১৫ ডিসেম্বর বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্য উৎসবের আয়োজন।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সকাল ৯টায় চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা সংগীত, আবৃত্তি, নৃত্য এবং নাটক।

add-content

আরও খবর

পঠিত