বন্দরে শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় মিশুক চালক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩০) নামে এক মিশুক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের ধামগড় ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ধামগড় কুড়িপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে। দুর্ঘটনার পর ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মাসুদ তার মিশুক নিয়ে ধামগড় ভাংতি এলাকায় পৌঁছালে শাহ সিমেন্টের একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মিশুকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছে এবং অভিযুক্ত চালককে ধরতে অভিযান চালাচ্ছে।

add-content

আরও খবর

পঠিত